Thursday, January 1, 2015

চিলিকা হ্রদ : ভারতের প্রথম রামসর জলাভূমি



  • এশিয়ার বৃহত্তম অল্প নোনা জলের উপহ্রদ (Brackish Water Lagoon)। 
  • ১৯৮১ সালে একে রামসর জলাভূমির (Ramsar Wetland) মর্যাদা দেওয়া হয়। 
  • তিন ধরনের বাস্তু তন্ত্রের সমষ্টি : সামুদ্রিক (Marine) + অল্প নোনা জল (Brackish Water) + স্বাদু জল (Fresh Water)
  • চিংড়ি মাছের চাষের জন্য বিখ্যাত। 
  • দয়া, ভার্গভি, মালাগুনি, কুসুমি, সালিয়া প্রভৃতি নদী এই উপ হ্রদে এসে মিশেছে। 
  • প্রায় ১ লক্ষ মত্স্যজীবি এই জলাভূমির উপর নির্ভরশীল। 
  • এই জলাভূমির সবচেয়ে বড় সমস্যা হল প্রচুর নদী বাহিত পলি সঞ্চয় হওয়া। 
  • অত্যধিক মত্স্য শিকার অপর বড় সমস্যা। 
  • ইদানিং কালে ডলফিন পর্যটন এই সমস্যা আরো বাড়িয়েছে। 

No comments:

Post a Comment